ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, আগস্ট ২৮, ২০২৫
ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ফেন্সিংয়ের পোস্টার গার্ল ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু হচ্ছে জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে ফেন্সিংয়ে প্রথম স্বর্ণজয়ী এই অ্যাথলেট হাঁটুর ইনজুরির কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে এবারের আসরে তাকে পাচ্ছে না দেশ।

২০১৯ সালের কাঠমান্ডু এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণ জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্পে প্রস্তুতি নিতে গিয়েই চোট পান তিনি।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে ফাতেমার নাম।

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, ‘ফাতেমার ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় নেভির মাধ্যমে সিএমএইচে তার অস্ত্রোপচার করানো হয়েছে। সফলভাবে হয়েছে অপারেশন, তবে চিকিৎসক অন্তত চার মাস বিশ্রামে থাকতে বলেছেন। আমরা চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার জন্য। তবে তার কাছাকাছি মানের ফেন্সারও আছে আমাদের দলে। ’

তিনি আরও বলেন, ‘বিদেশি কোচ আসার পর এই ঘাটতি কাটিয়ে উঠব। তবে মানসিক চাপ থাকেই, যেমন সাকিব আল হাসান খেলতে না পারলে দলের ওপর প্রভাব পড়ে। আশা করছি আমরা এটা সামলে নিতে পারব। ’

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ক্লাব। থাকছে না দলগত ইভেন্ট। ইপি, স্যাবার ও ফয়েল; এই তিনটি ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৭৫ জন ফেন্সার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটরবাইক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, শফিকুর রহমান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।