বাংলাদেশের তৃণমূল ফুটবলের সম্ভাবনাময় প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২৫ আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরে। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে লটারি ও প্রতিনিধি সভা।
লটারি শেষে আয়োজকেরা নির্বাচিত একাডেমিগুলোর সঙ্গে টুর্নামেন্ট-সংক্রান্ত নানা বিষয়ে মতবিনিময় করেন। এরপর অনুষ্ঠিত হয় গ্রুপিং পর্ব। চূড়ান্ত ১২ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়।
ক গ্রুপে রয়েছে ডি এস.এস. ক্লাব (নারায়ণগঞ্জ), ফিরোজ কামাল ফুটবল একাডেমি (ব্রাহ্মণবাড়িয়া) ও ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি। খ গ্রুপে পড়েছে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি (চট্টগ্রাম), মনিং স্টার ফুটবল একাডেমি (লালমনিরহাট) এবং টঙ্গী ফুটবল একাডেমি (গাজীপুর)। গ গ্রুপে রয়েছে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি (পঞ্চগড়), মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি (টাঙ্গাইল) ও গোলাকান্দাইল ফুটবল একাডেমি (রূপগঞ্জ)। আর ঘ গ্রুপে রাখা হয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি (সুনামগঞ্জ), এসবি আলী ফুটবল একাডেমি (খুলনা) এবং হরিয়ান ফুটবল একাডেমি (রাজশাহী)।
আগামী ডিসেম্বরেই মাঠে গড়াবে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব–১৪ একাডেমি কাপ ২০২৫। আয়োজন করছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা কিংস। তৃণমূল ফুটবলে নতুন প্রতিভা খুঁজে বের করার এই আসরকে ঘিরে সংশ্লিষ্ট সবাই আশাবাদী, এখান থেকেই উঠে আসবে দেশের ফুটবলের আগামী প্রজন্মের তারকারা।
এআর/আরইউ