‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের সুরমা জোনে শেষ হলো টানটান উত্তেজনার লড়াই। পুরুষ বিভাগে মৌলভীবাজার ও নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া শিরোপা ঘরে তুলেছে।
পুরুষ বিভাগের ফাইনালে স্বাগতিক সিলেটকে ৩৭-২১ পয়েন্টে হারিয়ে সহজ জয় নিশ্চিত করে মৌলভীবাজার। শুরু থেকেই দাপুটে খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে মৌলভীবাজার। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই তারা চ্যাম্পিয়ন হয়।
নারী বিভাগের ফাইনাল জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মধ্যে ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে শেষ পর্যন্ত ২৭-২১ পয়েন্টে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়া।
দিনের শুরুতে ছিল দুই বিভাগের সেমিফাইনাল। পুরুষ বিভাগে সিলেট ৫২-৩৩ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে এবং মৌলভীবাজার ৬১-২১ পয়েন্টে হবিগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠে। নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ৩২-২০ পয়েন্টে সিলেটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে হবিগঞ্জ ৩০-২৮ পয়েন্টে মৌলভীবাজারকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে পৌঁছায়।
দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন সিলেটের দর্শকরা। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
এআর