ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

আফ্রিকান বর্ষসেরা তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, জানুয়ারি ৯, ২০১৫
আফ্রিকান বর্ষসেরা তোরে ইয়াইয়া তোরে

ঢাকা: আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন ইয়াইয়া তোরে। এ নিয়ে টানা চারবার বর্ষসেরা হওয়ার রেকর্ড গড়েন এ মিডফিল্ডার।

এর আগে চারবার এই অ্যাওয়ার্ড জিতেছিলেন স্যামুয়েল ইতো।

গতকাল রাতে নাইজেরিযার শহর লাগোসে আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোরের পরে দ্বিতীয় স্থান অর্জন করেন পিয়েরে এমেরিক অবামিয়াঙ্গ এবং তৃতীয় হন ভিনসেন্ট এনিয়েমা। তোরেই একমাত্র ফুটবলার যে কিনা টানা চারবার এ অ্যাওয়ার্ড জিতলেন। এর আগে দিদিয়ের দ্রগবা দু’বার বর্ষসেরা হয়েছিলেন।

৩১ বছর বয়সী তোরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত মৌসুমে তিনি ম্যানসিটির হয়ে ৩৫ ম্যাচে ২০টি গোল করেছিলেন এবং সিটিজেনদের প্রিমিয়ার লিগ জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

উল্লেখ্য, ২০০৪ সালে জাতীয় দলে অভিষেক ঘটেছিল তোরের। এখন পর্যন্ত আইভরিকোষ্টের হয়ে ৮৫টি ম্যাচ খেলেছেন এ মিডফিল্ডার। গোল করেছেন ১৬টি। এছাড়াও সাবেক এই বার্সা তারকা ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলে ৪৫টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।