ঢাকা: ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা বিশ্বকাপের হতাশা কাটাতে যে চ্যালেঞ্জ গ্রহন করেছেন, সেটি অনেকটা যুদ্ধের মতোই বলে জানালেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে বেশ কঠিন পথ পাড়ি দিতে চলেছেন দুঙ্গা, এমনটি বিশ্বাস করেন সেলেকাও কোচ।
বিশ্বকাপের আয়োজক ব্রাজিল স্বাগতিক দেশ হিসেবে বিশ্বমঞ্চে খেলতে নামে। লুইস ফেলিপ স্কলারির অধীনে সেলেকাওরা ফেভারিট হিসেবেই শুরু করে। তবে, জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় স্বাগতিকদের।
বিশ্বকাপ শেষে ব্রাজিলের ফুটবল ফেডারেশন ফেলিপ স্কলারিকে বরখাস্ত করে। দ্বিতীয়বারের মতো নতুন করে নিয়োগ দেয়া হয় কার্লোস দুঙ্গাকে। জাতীয় দলের দায়িত্ব নিয়েই চমক দেখান তিনি।
৫১ বছর বয়সী দুঙ্গা নিজের দল প্রসঙ্গে বলেন, আমি বুঝতে পেরেছিলাম, বিশ্বকাপের পর এ দলটিকে গুছিয়ে তোলা কঠিন হবে। বিশ্বকাপের দুঃস্বপ্ন ভোলাতে আমি নতুন করে চ্যালেঞ্জ গ্রহন করি। আর এটা আমার কাছে যুদ্ধের মতোই মনে হয়েছিল।
তিনি আরো যোগ করেন, দলের ফুটবলাররা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে। আমি তাদের চোখে অন্যরকম এক আত্মবিশ্বাস দেখতে পাই।
দুঙ্গার অধীনে বিশ্বকাপের পর ব্রাজিল একে একে হারায় ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা, জাপান, তুরস্ক আর অস্ট্রিয়াকে। আগামী মার্চে প্যারিসে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে।
তবে, চিলিতে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকায় দুঙ্গার অধীনে নেইমার বাহিনী তাদের প্রথম বড় কোনো শিরোপা জয়ের জন্য মুখিয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৫