ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ের ধারায় ফিরতে চায় রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জয়ের ধারায় ফিরতে চায় রোনালদোরা সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরাবরই ফেভারিট রিয়াল।

আর সেখানেই টেবিলের নীচে থাকা দল এসপানিওলের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে বছরের শুরুতে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে ক্লাব প্রীতি ম্যাচে হেরে বসে আনচেলত্তির ছাত্ররা। তবে, সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২২ ম্যাচ জেতা রিয়াল মাদ্রিদের ছন্দপতন হয় লা লিগার ম্যাচে।

লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে রিয়ালের জয়রথ থেমে যায়। আর তা বজায় থাকে কোপা দেল রে’তে নগড় প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারের মধ্য দিয়ে।

লা লিগায় সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। আর নতুন বছরে ঘরের মাঠে প্রথমবারের মতো মাঠে নামছে তারা। তাই যেকোনো মূল্যেই হোক জয়ের ধারায় ফিরতে চাইবে রোনালদো, বেনজেমা, বেল, রদ্রিগেজরা।

এর আগে এসপানিওলের বিপক্ষে পাঁচবারের মুখোমুখি দেখায় চারবার জয় পেয়েছে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।