ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফন গালের চমক অপেক্ষা করছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ফন গালের চমক অপেক্ষা করছে লুইস ফন গাল / ছবি : সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেওয়ার পরই দলের চেহারা পাল্টে দিয়েছেন লুইস ফন গাল। এ মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে এনেছেন অনেক তারকা ফুটবলার।

ইতোমধ্যেই আরো নতুন ফুটবলার কেনার ঘোষণা দিয়েছেন। ম্যানইউর যে কোনো অর্থনৈতিক সমস্যা নেই সেটাও খুব দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন ফন গাল।

ম্যানইউর কোচ আরো জানান, ট্রান্সফার নীতির ক্ষেত্রে অর্থ কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। উল্লেখ্য, এ মৌসুমে রেড ডেভিলসদের দলে যোগ দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কোস রোহো, রাদামেল ফ্যালকাও, লুক শ ও ড্যালি ব্লাইন্ডের মতো তারকারা। সর্বশেষ দলে এসেছেন সাবেক বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস।

ফন গাল এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এ মৌসুমে অনেক অসাধারণ ফুটবলার পেয়েছি। তবে ক্লাবের প্রয়োজন অনুযায়ী আরো নতুন ফুটবলার কিনতেও আমরা প্রস্তুত। অনেকেই হয়তো ভাবছেন আগামী এক বছরের মধ্যে নতুন করে আর ফুটবলার কেনার প্রয়োজন হবে না। তবে আমি তা মনে করি না। ’

তিনি আরো বলেন, ‘দলে ভালো ফুটবলার আনতে আমরা আরো অর্থ খরচ করতে প্রস্তুত। যত প্রতিভাবান ফুটবলার দলে আসবে ততই দল শক্তিশালী হবে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার কেনার প্রক্রিয়ার অংশ হিসেবে ভালদেসকে দলে এনেছি। ’

এ ডাচ কোচ জানান, আমি এ মুহূর্তে দলের কাছ থেকে অ্যাটাকিং ফুটবল আশা করছি। যদি এটি এ মৌসুমে না হয় তাহলে পরের মৌসুমে হবে বলে আশা রাখছি। দলের উন্নতির লক্ষ্যে যেকোন কিছুই করতে হবে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আরো চমক অপেক্ষা করছে। তবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।