ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিজিবিকে পরাজিত করলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিজিবিকে পরাজিত করলো বিএসএফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রীতি ভলিবল টুর্নামেন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ৩-০ সেটে পরাজিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সীমান্তে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ফাঁলাকাটা বিএসএফ সেক্টর বনাম রংপুর বিজিবি সেক্টরের সদস্যরা এ প্রীতি ভলিবল খেলায় অংশ গ্রহন করেন।
 
বিজিবি রংপুর সেক্টরকে ৩-০ সেটে হারিয়ে ভারতীয় ফাঁলাকাটা বিএসএফ এ প্রীতি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল জুলফিকার হায়দার, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার। আরো উপস্থিত ছিলেন ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিএসএফের ফাঁলাকাটা সেক্টরের ডিআইজি অশোক কুমার, ৩৪-বিএসএফ ব্যাটালিয়ন কমানডেন্ট দেবেন্দ্র সিংহ, ৩৪-বিএসএফ ব্যাটালিয়নের কমানডেন্ট এসকে মিশ্র প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।