ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রতিভা বিচারে মেসিই এগিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
প্রতিভা বিচারে মেসিই এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া ফুটবল দলের কোচ ফ্যাবিও ক্যাপেলো জানিয়েছেন, প্রতিভার দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনার লিওনেল মেসিই এগিয়ে। তবে, ন্যু ক্যাম্পে মেসির জন্য কঠিন সময় অপেক্ষা করছে।

এরুপ কথাও জানিয়েছেন ক্যাপেলো।

সদ্যই মেসিকে টপকে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে বর্ষসেরা ফুটবলার হয়েছেন রোনালদো। তবে, এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন মেসি। তবে, মেসিকে টপকে রোনালদোর সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্যাপেলো।

ক্যাপেলো বলেন, ‘রোনালদো শারীরিক ও মানসিকভাবে খুবই শক্তিশালী একজন ফুটবলার। সে সব সময় সেরা হতে চায়। তাছাড়া, রোনালদো বর্তমানে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে। এটিই তার একটি বাড়তি পাওয়া। ’

সাবেক রিয়াল কোচ আরো বলেন, ‘রোনালদো পরিশ্রমী ফুটবলার হলেও প্রতিভার দিক দিয়ে মেসিই এগিয়ে থাকবে। মেসি অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার। প্রতিভার বিচারে মেসির সঙ্গে রোনালদোর তুলনা চলেনা। ’

বার্সাতে মেসির ভবিষ্যৎ সম্পর্কে ক্যাপেলো বলেন, ‘মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। আমার মনে হয় না মেসির মতো ফুটবলারকে বার্সা বিক্রি করে দেবে। তাই, মেসির ক্লাব ছাড়ার প্রশ্নই উঠে না। এ মৌসুমের শুরুটা ভালো না হলেও খুব শীঘ্রই স্বরুপে ফিরবে মেসি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।