ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট রোববার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট রোববার শুরু প্রতীকী

ঢাকা: ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫’ রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ২০টি মিডিয়া হাউসের ৮০জন শাটলার এই টুর্নামেন্টে অংশ নেবেন।



শনিবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। এরমধ্যে রয়েছে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিল‍া একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত। নকআউট পর্বের ভিত্তিতে এ খেলা হবে।

এসময় আরবি গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ছাড়াও আয়োজক ব্লাকবোর্ড ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮ জানুয়ারি শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।