ঢাকা: সিরি ‘আ’ তে রোমা ও ইন্টার মিলান দু’দলই হোঁচট খেয়েছে। পালের্মোর সঙ্গে ১-১ গোলে রোমা এবং এম্পোলির সঙ্গে গোলশূণ্য ড্র করেছে ইন্টার।
প্রতিপক্ষের মাঠ স্তেদিও রেঞ্জো বারবেরাতে শুরুতেই পিছিয়ে পড়ে রোমা। খেলা শুরুর দুই মিনিটের মাথায় ফ্রাঙ্কো ভাজকুয়েজের অ্যাসিস্ট থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার গোল আদায় করে নেন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পালের্মো।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের ধার বাড়ায় রোমা। ৫৪ মিনিটে নেদারল্যান্ডস মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের আসিস্টে রোমাকে সমতায় ফেরান মাত্তিয়া দেস্ট্রো। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত কোনো দলই আর লিড নিতে পারেনি। ফলে, দু’দলকেই পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করতে হয়।
অপর ম্যাচে এম্পোলির মাঠে গিয়ে পয়েন্ট ভাগাভাগি করে ইন্টার। পুরো ম্যাচে স্বাগতিকদের গোলপোস্টে মাত্র একটি শট নিতে পেরেছে ইন্টার স্ট্রাইকাররা। ম্যাচের ৬১ শতাংশ বলই এম্পোলির দখলে ছিল। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত কোনো দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি। তাই, দ’দলকেই গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়।
পয়েণ্ট টেবিলে ১৯ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটা অক্ষুন্ন রেখেছে রোমা। তিনবারের চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ১২টি জয় পেয়েছে। পাশাপাশি পাঁচটিতে ড্র ও বাকি দুই ম্যাচ হেরেছে। সমান ম্যচে ছয় জয়, আট ড্র ও পাঁচ ম্যাচে হেরে ২৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে ইন্টার।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১৫