ঢাকা: সম্প্রতি মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্ট্রাইকিং পজিশনে খেলতে দেখা গিয়েছে। তবে দলের কোচ লুইস ফন গাল জানিয়েছেন, দারুণ গতির কারণেই এই আর্জেন্টাইনকে আক্রমণভাগে খেলানো হয়েছে।
ইংলিশ জায়ান্ট দলটি লিগের শেষ দুই ম্যাচে সাউদাম্পটন ও কিউপিআরের সঙ্গে ডি মারিয়াকে স্ট্রাইকারের ভূমিকায় খেলিয়েছে। পাশাপাশি ফন গাল দলের নিয়মিত স্ট্রাইকার ওয়েন রুনিকে মাঝমাঠে খেলানোর কারণে সমালোচিত হয়েছেন।
এদিকে রিয়াল মাদ্রিদ থেকে রেকর্ড ৭৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউতে যোগ দেয়া ডি মারিয়া দলের নতুন ভূমিকায়ও গোল ক্ষরায় ভুগছেন। তবে ফন গাল বিশ্বাস করেন ডি মারিয়াকে নিয়ে তিনি যে ঝুঁকি নিয়েছেন তা দলের সাহায্যেই কাজে আসছে।
ফন গাল বলেন, ‘আমি মনে করি গতি সব সময়ই গুরুত্বপূর্ণ। যা আমরা ডি মারিয়ার মাঝে দেখতে পাই। ’
ডাচ কোচ আরো বলেন, ‘যখন আমি দলে পরিবর্তন আনলাম, আমি চেয়েছিলাম আক্রমণভাগেও গতি আসুক। এর জন্য আমাকে কিছুটা ঝুঁকি নিতে হয়েছে। তবে আমরা ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫