ঢাকা: কবে আসছেন ক্রুইফ, এ প্রশ্নের উত্তর মিলছেই না! শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের সাবেক কোচই আসছেন বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে। তবে মাত্র এক মাসের জন্য।
রোববার দুপুর থেকেই ফুটবল ফেডারেশনের বারান্দা ছিল মিডিয়া কর্মীদের ভিড়ে ঠাসা। একে একে এলেন সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সহ-সভাপতি তাবিথ আউয়াল। তারপরে কিছুক্ষণ তাদের রুদ্ধদ্বার আলোচনার পরে বেরিয়ে গেলেন সবাই, শুধু রয়ে গেলেন তাবিথ আউয়াল। জানালের ডাচ ম্যান লোডভিক ডি ক্রইফ সম্পর্কে গণমাধ্যমকে।
ক্রুইফ সম্পর্কে তাবিথ আউয়াল জানালেন, 'ক্রুইফ আসছেন। ওর বাবা মারা গিয়েছেন, তাই নির্দিষ্ট সময়ে আসতে পারেননি। তবে বিষয়টি অবশ্যই মানবিক। তবে আশা করছি আগামী শুক্রবার বা রোববার দেশে আসবেন। '
কেন এত জল ঘোলা হবার পরে ক্রুইফই আসছেন কোচ হিসেবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আসলে স্বল্প সময়ে কেউ কোচ হিসেবে আসতে চাইছেন না। ক্রুইফ দলটির দ্বায়িত্ব নিতে চাচ্ছেন, তাই তাকে আবারো ডাকা। ক্রুইফ মাত্র এক মাসের জন্য দলটির দ্বায়িত্বে থাকবেন। যে দিন দেশে পা রাখবেন সেদিন থেকে তার কাজ শুরু। বঙ্গবন্ধু গোল্ডকাপ যে দিন শেষ, তার সাথে আমাদের সম্পর্কও শেষ। '
গোল্ডকাপের আগে খুব কম পাচ্ছেন তিনি বাংলাদেশ দলটিকে দেখার জন্য, এর ফলে কি কোন প্রভাব পড়বে? এই প্রশ্ন করা হলে তাবিথ আউয়াল বলেন, 'না সে রকম কিছুই হবে না। কারণ তিনি নিয়মিত দলটির কোচ ও প্লেয়ারদের সাথে যোগাযোগ রাখছেন। এই দলটির অনেকই আগে থেকে চেনা ক্রুইফের, তাই কোন সমস্যা হবে না। '
এখন দেখার বিষয় কবে আসছেন ডাচ ম্যান ক্রুইফ!
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৫