ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

"পেনাল্টি কর্নার স্পেশালিস্ট''র মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
"পেনাল্টি কর্নার স্পেশালিস্ট''র মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া জুম্মন লুসাই

ঢাকা: ৫৯ বছরের জীবনের ৩৪ বছরই কেটেছে আবাহনী ক্লাবের সাথে। ধানমন্ডিতে অবস্থিত আবাহনী ক্লাবে গেলেই আপনি সেই বয়স্ক মানুষটিকে আর দেখতে পাবেন না।



দাদা কেমন আছেন? জিজ্ঞেস করতেই বাংলাদেশ হকির কিংবদন্তী বলবেন না, হাঁ ভালো, আপনি ভালো আছেন। কারণ, শুধু আবাহনী ক্লাব নয় পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। ১৯৭৮ সালে হকিতে তার পেশাদার ক্যারিয়ারের শুরু, তারপর শুধুই পথচলা।

দেশের বাঘা বাঘা ক্রীড়া সাংবাদিকগণ ঠিক মনে করতে পারছেন না, এ ব্যক্তি কারো সাথে উঁচু গলায় কথা বলেছেন বা কারো সাথে রাগ করেছেন। বেশ আমুদে ও সদা হাস্যজ্বল এই ব্যক্তিটি তাই সবার কাছেই ছিলেন তুমুল জনপ্রিয়। তার মৃত্যুর খবর শুনে ক্রীড়াঙ্গনের অনেকেই হাজির হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কাজী নাবিল আহমেদসহ অনেকেই উপস্থিত হয়ে ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি মনোনীত হয়েছিলেন ২০১১ সালে জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য। তবে দু'হাত দিয়ে তার স্বপ্নকে ছুঁয়ে দেখার আগেই তিনি পাড়ি দিলেন অজানা উদ্দেশ্যে।

হকির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, 'তিনি আবাহনীতে আমার দুই বছর আগে খেলা শুরু করেছিলেন, বয়সে ও খেলায় মানুষটি আমার বড় ছিলেন, কিন্তু সম্পর্ক ছিল বন্ধুর মতই। তার মত খেলোয়াড় হয়তো বাংলাদেশের হকিতে আর আসবে না। '

সত্যি তাই, জুম্মন লুসাই তার অসাধারণ নৈপুণ্যের কারণে ১৯৮৫ সালে বিশ্ব হকি একাদশে সুযোগ পেয়েছিলেন। আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও জুম্মনের গড়া। ১৯৮৫ সালে এশিয়া কাপে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন সিলেটের এই ডিফেন্ডার।

সাবেক জাতীয় ফুটবলার ও আবাহনীতে তার ক্লাব সতীর্থ আশরাফুদ্দিন চুন্নু বলেন, 'আমি খেলতাম ফুটবল আর তিনি হকি। কিন্তু অসাধারণ মানবিক গুনাবলীর কারণে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। '   

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, আবাহনী লি:, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।   

আগামীকাল সোমবার সকালে তার মরদেহ প্রথমে তার প্রাণের ক্লাব আবাহনী লিমিটেডে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে আনা হবে তার জীবন ও কর্মের মিলন স্থল হকি ফেডারেশনে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৫

** চলে গেলেন জুম্মন লুসাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।