ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাল্যকালের ক্লাবের পাশে পিরলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বাল্যকালের ক্লাবের পাশে পিরলো আন্দ্রে পিরলো

ঢাকা: ইতালির তারকা ফুটবলার আন্দ্রে পিরলোর ক্যারিয়ারের উত্থানটা হয়েছিল ইতালির দ্বিতীয় ‍বিভাগের দল ব্রেসিয়ার হয়ে। কিন্তু, অর্থনৈতিক মন্দার কারণে ইতালিয়ান এ ক্লাবটি এখন ব্যাংক কর্তৃক দেউলিয়া হওয়ার মতো অবস্থায় রয়েছে।

তবে, বিপদের মুহূর্তে বাল্যকালের ক্লাবের পাশে দাঁড়িয়েছেন পিরলো।

পিরলো জানিয়েছেন, অর্থনৈতিকভাবে ব্রেসিয়ার করুণ অবস্থা দেখে তিনি খুবই হতাশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে ক্লাবটিকে আর্থিক সহায়তা দিয়েছেন পিরলো। এছাড়াও আরেক ইতালিয়ান কিংবদন্তি রবার্তো বাজ্জিও ব্রেসিয়ার কোচের দায়িত্ব নিতে পারেন। এ অ্যাটাকিং মিডফিল্ডার ক্যারিয়ারের শেষ সময়টায় এ ক্লাবের হয়ে খেলেছিলেন।

পিরলো বলেন, ‘বাল্যকালের ক্লাবের ভয়ানক অবস্থা দেখে আমি খুবই ব্যাথিত। আমি ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। ব্রেসিয়াতে আমি বেড়ে উঠেছি। তাই খারাপ সময়ে আমি এ ক্লাবের পাশে থাকতে চাই। পরিস্থিতির উন্নতির জন্য আমি সামর্থ্যের সবটুকু করেছি। ’

উল্লেখ্য, ব্রেসিয়ার হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফুটবল ক্যারিয়ার পার করেছিলেন পিরলো। এ ক্লাবের হয়ে ৪৯টি ম্যাচ খেলে ছয়টি গোল করেছিলেন  অভিজ্ঞ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে খেলছেন। তবে, ক্যারিয়ারের দীর্ঘ দশ বছর পার করেছিলেন এসি মিলানের হয়ে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।