ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

চোখের জলে বিদায় নিলেন জুম্মন লুসাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জানুয়ারি ১৯, ২০১৫
চোখের জলে বিদায় নিলেন জুম্মন লুসাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খ্যাত জুম্মন লুসাই গতকাল (রোববার) পৃথিবীর মায়া ত্যাগ করে চির দিনের মতো চলে গেছেন। আজ (সোমবার) তার মরদেহ গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাওয়া হচ্ছে।



সোমবার সকালে তার মরদেহ প্রথমে তার প্রাণের ক্লাব আবাহনী লিমিটেডে নিয়ে যাওয়া হয়। তার ৫৯ বছরের জীবনের ৩৪ বছরই কেটেছে আবাহনী ক্লাবের সাথে। সকাল দশটায় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুর ১২টার দিকে তার মরদেহ আনা হয় তার জীবন ও কর্মের মিলন স্থল হকি ফেডারেশনে।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাতলেতিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কাজী নাবিল আহমেদ, হকির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, সাবেক জাতীয় ফুটবলার ও আবাহনীতে লুসাইয়ের ক্লাব সতীর্থ আশরাফুদ্দিন চুন্নুসহ অন্যান্যরা।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বরেণ্য হকি খেলোয়াড়, আবাহনীর সাবেক অধিনায়ক জুম্মন লুসাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে দেশের ক্রীড়াজগৎ জুম্মন লুসাইয়ের অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার বিকাল পৌনে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃতী এ হকি খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।