ঢাকা: বিপুল উৎসাহ উদ্বীপনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের প্রথম আসর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর কর্মীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো দেশের প্রথম সারির দৈনিক কাগজ, অনলাইন এবং টিভি মিডিয়ার কর্মীরা।
গত ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় দেশের মোট ২৩টি সংবাদমাধ্যম। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে গত রোববার ও সোমবার পাঁচটি ভিন্ন ইভেন্টে প্রথম এবং দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। এদিন সকালে পাঁচটি ইভেন্টের সেমিফাইনালে জয়লাভকারী দলগুলো দুপুরের পর থেকে কোর্টে নেমেছিলেন ফাইনাল খেলতে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই মিরপুরের শহিদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম মুখরিত হয়ে উঠেছিলো বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের সমাগমে। সাংবাদিকদের কেউ দর্শক, কেউ সেখানে ব্যাট হাতে কোর্টে নেমেছেন চূড়ান্ত জয়ের জন্য। টানা তিন দিনের জমজমাট এ আসরের পাঁচটি ইভেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক শফিক পাহাড়ী; রানার আপ হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের মাকসুদুল নবী।
অন্য আরও দুইটি ইভেন্টে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে শফিক পাহাড়ী টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেন। মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সমকালের শামিমা মিতু। এ ইভেন্টে তার সাথে প্রতিদ্বন্দীতা করে রানারআপ হয়েছেন যমুনা টেলিভিশনের শার্লি শিশির।
পুরুষ দ্বৈত ইভেন্টে মাছরাঙা টেলিভিশনের আশরাফুল হক ও তুশার কান্তি দাশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের শফিক পাহাড়ী ও মনজুর মুরশেদ নয়ন। আর মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন দৈনিক সমকালের নাহিদ তন্ময় এবং শামীমা মিতু জুটি। তারা পরাজিত করেছেন চ্যানেল আইয়ের রোকসানা আমিন ও আফরিনা অথৈকে।
টুর্নামেন্টের পঞ্চম ইভেন্টটি ছিল পুরুষ-মহিলা দ্বৈত। এ ইভেন্টেও শফিক পাহাড়ীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে জয়লাভ করেছেন শার্লি শিশির। রানারআপ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিপ্লব উদ্দিন ভূঁইয়া ও ফারহানা লোপা জুটি।
ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০১৫ এর গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন এবং ব্র্যাক ব্যাংকের করপোরেট-বিষয়ক প্রধান জিসান কিংশুক হক।
আরও ছিলেন বংলাদেশ ক্রিড়া লেখক সমিতির সভাপতি রানা হাসান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি গোলাম আজিজ এবং যুগ্ম সচিব মো. গোলাম আজম জিলানি। শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের প্রশাসক মো. সিহাব উদ্দিন এবং ব্ল্যাকবোর্ডের সদস্যবৃন্দ এ অনুষ্ঠনে উপসস্থিত ছিলেন।
টুর্নামেন্টের শেষ দিনে অন্যতম আকর্ষণ হিসেবে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন এ সময়ের জনপ্রিয় দু্ই তারকা ইমন ও নীরব। মিডিয়া কাপ ব্যাডমিন্টনকে উৎসাহিত করতে কোর্টে নেমেছিলেন এ দুই নায়ক।
শেষ বিকেলে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংবাদিকরা এর সাথে জড়িত হলে, অংশগ্রহণ করলে সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব পড়বে খুবই দ্রুত। তিনি এ ধরনের অায়োজনের জন্য স্পন্সর প্রতিষ্ঠান এবং টুর্নামেন্টের আয়োজক সংস্থা ব্ল্যাকবোর্ডকে সাধুবাদ জানান।
পুরস্কার বিতরণীর পর মনোজ্ঞ সংগীতায়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি।
ব্যাডমিন্টনকে জনপ্রিয় করে তুলতে সাংবাদিকদের নিয়ে ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের জন্য কাজ করবেন বলে জানান 'ব্ল্যাকবোর্ডের' কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫