ঢাকা: বুন্দেসলিগায় প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তবে, হতাশার ঘোর কাটিয়ে উঠতে পারেনি বুরুশিয়া ডর্টমুন্ড।
প্রতিপক্ষের মাঠ কোপেস অ্যারেনাতে প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বায়ার্ন। শিঞ্জি ওকাজাকির অ্যাসিস্ট থেকে স্বাগতিক মেইঞ্জকে লিড এনে দেন এলকিন সোটো। তবে, এর তিন মিনিট পরেই বাস্তিয়ান শোয়েইনস্টেইগারের গোলে ম্যাচে ফেরে বায়ার্ন।
নির্ধারিত সময়ের ঠিক আগ পর্যন্ত ১-১ গোলেই সমতা ছিল। ম্যাচের পরিণতি তখন ড্রয়ের দিকে। তবে, বায়ার্নকে জয় উপহার দেন আরিয়েন রোবেন। থমাস মুলারের অ্যাসিস্ট থেকে রোবেনের নিক্ষুত ফিনিশিংয়ে ২-১ এ এগিয়ে থেকে ম্যাচ শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা।
অপর ম্যাচে ব্রেমেনের মাঠে গিয়ে হারের লজ্জা পায় বুরুশিয়া। এ নিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত দশ ম্যাচে হারের স্বাদ পেয়েছে আটবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় গার্সিয়ার অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেন ডেভি সেলকে। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বুরুশিয়া।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে বুরুশিয়া। ব্রেমেনের হয়ে গোলটি করেন ফিন বারটেলস। এর সাত মিনিট পর বুরুশিয়ার হয়ে সান্তনাসূচক গোলটি করেন ম্যাট হামেলস। এরপর বেশ কিছু সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় তা বিফলে যায়। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।
পয়েণ্ট টেবিলে অপরাজিত থেকে বায়ার্নের অবস্থান শীর্ষে। এখন পর্যন্ত ১৭ ম্যাচ শেষে ১৪ জয় ও তিন ড্রতে ৪৫ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে চার জয়, তিন ড্র ও দশ ম্যাচ হেরে ১৫ পয়েন্ট নিয়ে সতের নম্বরে বুরুশিয়া।
বাংলাদেশ সময়: ১০২০ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৫