ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

মেসি-রোনালদো একজন আরেকজনকে অনুপ্রাণিত করেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, জানুয়ারি ২১, ২০১৫
মেসি-রোনালদো একজন আরেকজনকে অনুপ্রাণিত করেন সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনারদো জানিয়েছেন, তিনি ও লিওনেল মেসি একজন আরেকজনকে লম্বা সময় ধরে ভালো পারফরম্যান্স করার জন্য অনুপ্রাণিত করে আসছেন।

২৯ বছরের এ তারকা ও বার্সেলোনা তারকা মেসি ২০০৮ থেকে প্রতিটি ফিফা বর্ষ সেরার পুরস্কার ব্যালন ডি‘অর ভাগাভাগি করে নিয়েছেন।

আর পর্তুগিজ অধিনায়ক গত সপ্তাহে বলেছিলেন, আর্জেন্টাইন অধিনায়কের মতো তিনিও এই অ্যাওয়ার্ড সমান চারবার জিততে চান।

এদিকে রোনালদো বিশ্বাস করেন, বিশ্ব সেরার এ পুরস্কারের জন্য তারা দু’জন প্রচুর পরিশ্রম করেন।

সিআর সেভেন বলেন, ‘ আমি নিশ্চিত আমাদের মধ্যে এ প্রতিযোগিতা আমাদের আরো বেশি অনুপ্রাণিত করছে। আমরা দু’জনই ভালো খেলার জন্য কঠোর পরিশ্রম করি। যা আমাদের বিশ্বসেরা হতে সাহায্য করে। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।