ঢাকা: বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের মধ্যে শীর্ষে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের কোচ হওয়ার জন্য বিশ্বসেরা সব কোচেরই আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।
সিমিওনি জানিয়েছেন, রিয়ালের কোচ হওয়ার জন্য তাঁর কোনো আগ্রহ নেই। এমনকি লোভনীয় প্রস্তাব পেলেও তিনি লস ব্লাঙ্কসদের কোচ হবেন না। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা কোচের দৌড়ে তৃতীয় হয়েছেন সিমিওন। তাঁর অধীনে গত মৌসুমে দীর্ঘ আঠার বছর পর লা লিগা চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নস লিগের রানারআপ হয়েছিল অ্যাতলেতিকো।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সিমিওন বলেন, ‘রিয়ালের পক্ষ থেকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পেলেও তাদের কোচ হতে রাজি হবো না। আমার কাছে টাকাই সব নয়। অ্যাতলেতিকোতেই আমি ভালো আছি। ’
আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘আমি ভবিষ্যতে আর্জেন্টিনার কোচ হতে চাই। যদিও বিশ্বকাপ শেষে কোনো প্রস্তাব পাইনি। তবে, আমি বিশ্বাসী যে কোনো একদিন আর্জেন্টিনার কোচ হতে পারব। এটা আমার স্বপ্ন। ’
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৫