ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপকে স্বীকৃতি দিয়েছে ফিফা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বঙ্গবন্ধু গোল্ডকাপকে স্বীকৃতি দিয়েছে ফিফা সংগৃহীত

ঢাকা: বহুল আলোচিত বঙ্গবন্ধু গোল্ডকাপকে স্বীকৃতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এদিকে এ আসরে অংশ নিচ্ছে ৬টি দেশের জাতীয় ফুটবল দল, ঠিক এ ধরণের কথাই এতদিন ধরে শুনিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা।



কিন্তু বুধবার অন্য কথা শোনালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জানালের বাংলাদেশ আর শ্রীলঙ্কা ছাড়া বাকী চার দেশের অলিম্পিক তথা অনূর্ধ্ব-২৩ দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। দল চারটি হল - সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাহরাইন।

এ সম্পর্কে বাংলানিউজকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, 'এ টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়া বাকি চারটি দলই অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে। তবে ফিফা কর্তৃপক্ষ এ ম্যাচগুলোকে টায়ার ওয়ানে অন্তর্ভুক্ত করার ইংগিত দিয়েছে। '

তিনি আরো যুক্ত করেন, 'ম্যাচগুলো ফিফার প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত করার ফলে এটি সরাসরি প্রভাব বিস্তার করবে ফিফা র্যাঙ্কিংয়ে। যা কিনা আমাদের ফুটবলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। '

এদিকে ব‍াংলাদেশ জাতীয় ফুটবর দলের কোচ লোডভিক ডি ক্রুইফ কবে আসছেন? এ প্রশ্ন করতেই তিনি বলেন, 'শনিবার সকালে তিনি ঢাকায় পা রাখবেন। '  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।