ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

বিয়ে করলেন গলফার সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জানুয়ারি ২১, ২০১৫
বিয়ে করলেন গলফার সিদ্দিকুর

ঢাকা: সাতপাকে বাঁধা পড়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।



দুই পরিবারের সদস্য, কাছের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব সিদ্দিকুরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঘরোয়া ও অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সামাউন অরণী আঞ্জুমকে বধূ করে নেন সিদ্দিকুর। বিয়েতে গণমাধ্যমের প্রবেশ ছিল বেশ সংরক্ষিত!

পরে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে বধূকে বাড়িতে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সিদ্দিকুরের পরিবারের। সিদ্দিকুরের বধূ অরণি নিজেও গলফার। অরণি রাজধানীর অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বিবিএ সম্পন্ন করেছেন।

অরণির বাবা নুরুল ইসলাম কয়েক বছর আগে মারা গেছেন। অরণির পরিবারে রয়েছেন মা গুলনাহার তুহিন ও বড় বোন সানজিদা আঞ্জুমা। সিদ্দিকুর ও বধূ অরণি সবার কাছে দোয়া চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/ আপডেট: ২০৪৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।