ঢাকা: বার্সেলোনার বিপক্ষে ১-০ গোলে হেরে গেলেও কোপা দেল রের সেমিতে যাওয়ার আশা ছাড়েননি অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওন। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে রুখে দেওয়ার প্রত্যয় সিমিওনের।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে মেসির নেওয়া পেনাল্টি শটটি গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল আদায় করে নেন মেসি। এ মাসের ২৮ তারিখ দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বার্সা-অ্যাতলেতিকো।
সিমিওন এক সাক্ষাৎকারে বলেন, ‘বার্সার কাছে প্রথম লেগে হারলেও এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। নিজেদের মাঠে আমরা স্বরুপেই ফিরব। আশা করছি ঘরের মাঠে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটবে না। ন্যু ক্যাম্পে আমরা খুব কম সুযোগ পেয়েছি। ম্যাচটি বার্সার নিয়ন্ত্রণে ছিল। ’
এ আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘সম্প্রতি বার্সা অনেক উন্নতি করেছে। বার্সার জায়গায় অন্য কোনো দল হলে আমার ৪-০ গোলে জিততে পারতাম। প্রথম ম্যাচে না পারলেও ফিরতি ম্যাচে অনেক বেশি গোলের সুযোগ তৈরি করতে পারব। দলের ফুটবলাররা আত্মবিশ্বাসী। তাই, সেমিতে যাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি। ’
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৫