ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন থেকে চারে বার্সা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
তিন থেকে চারে বার্সা! ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের ধনী ক্লাবের তালিকায় পিছিয়ে পড়লো বার্সেলোনা। কাতালান ক্লাবটি আর শীর্ষ তিনে থাকতে পারলো না।

গত মৌসুমের শীর্ষ দশটি ধনী ক্লাবের মধ্যে বার্সার অবস্থান চতুর্থ স্থানে। বার্সাকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা দশ বছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে। বার্সার রাজস্ব আগের মৌসুম থেকে মাত্র দুই মিলিয়ন ইউরো বৃদ্ধি পেয়েছে। যার দরুণ তারা দুই থেকে চারে নেমে এসেছে। তালিকার তৃতীয় স্থানটি ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। তবে, চমক দেখিয়েছে লিভারপুল। অল রেডসরা দ্বাদশ থেকে নবম স্থানে উঠে এসেছে।

রাজস্ব আদায়ের দিক থেকে রিয়ালের সঙ্গে বার্সার পার্থক্য ৬৪.৯ মিলিয়ন ইউরো। লস ব্লাঙ্কসদের রাজস্ব যেখানে ৫৪৯.৫ মিলিয়ন ইউরো সেখানে কাতালানদের রাজস্ব ৪৮৪.৬ মিলিয়ন ইউরো। ২০১২-১৩ মৌসুমের তুলনায় রিয়ালের ছয় শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এ মৌসুমে তা আরো বাড়তে পারে।

উপরে উল্লেখিত ছবির ব্র্যাকেটের অংশটি (সিরিয়াল নাম্বার ও অর্থের অঙ্ক) ২০১২-১৩ মৌসুমের পরিসংখ্যান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।