ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যারিকের চোখে ফুটবল জাদুকর মাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ক্যারিকের চোখে ফুটবল জাদুকর মাতা ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার মাইকেল ক্যারিক তার ক্লাব সতীর্থ হুয়ান মাতাকে ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ হিসেবেই দেখেন। তার মতে, গত এক বছরে মাতা যে পারফর্ম করেছে তা শুধু একজন জাদুকরের করা সম্ভব।



মাতা গত বছরের জানুয়ারিতে ম্যানইউতে নাম লিখিয়েছেন। ক্লাবের রেকর্ড ৩৭.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি ছেড়ে আসা এ স্প্যানিয়ার্ড ম্যানইউয়ের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ, তাতে গোল করেছেন ১০টি। আর অ্যাসিস্ট করেছেন আরও সাতটি গোল।

মাতা প্রসঙ্গে ক্যারিক বলেন, সে একজন ফুটবলের ক্ষুদে জাদুকর। আর জাদুকর হবেই বা না কেনো? সে অত্যন্ত চালাক একজন ফুটবলার, যার ফুটবলের দক্ষতা দেখার মতো। তার সাথে তাল রেখে আমি গত এক বছর খেলেছি। খুব কাছ থেকে দেখেছি, ফুটবলের মাঠে সে কি না করে দেখাতে পারে।

ক্যারিক তার ক্লাব সতীর্থ সম্পর্কে আরও বলেন, মাতা স্প্যানিয়ার্ড হলেও সে ভালো ইংরেজি বলতে পারে। ক্লাবের অন্যান্য সতীর্থদের সঙ্গে সে বেশ ভালোই মানিয়ে নিয়েছে। যা একজন ফুটবলারকে তার দায়িত্ব পালনে সহায়তা করে।

মাতা স্পেন জাতীয় দলের হয়েও ৩৪টি ম্যাচ খেলেছেন। চেলসিতে থাকা অবস্থায় তিনি ৮২ ম্যাচ, আর ভ্যালেন্সিয়ার হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।