ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মহানগরী স্কুল টিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জানুয়ারি ২৩, ২০১৫
২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মহানগরী স্কুল টিটি

ঢাকা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির এক সভা শুক্রবার তাজউদ্দিন বাংলাদেশ টেবিল টেনিস অডিটরিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান জনাব মুনিরা মোর্শেদ হেলেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি হয়।



সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরী স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে ১৮-২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষ ও মহিলা একক টিটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ৠাংকিংয়ের অন্তর্ভুক্ত।

আর ৪ এপ্রিল থেকে ৩৫তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টটিও ৠাংকিংয়ের অন্তর্ভুক্ত বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।