ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

এফ এ কাপে হতাশ ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জানুয়ারি ২৪, ২০১৫
এফ এ কাপে হতাশ ম্যানইউ

ঢাকা: এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ফন গালের শিষ্যদের এখন তাকিয়ে থাকতে হবে ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগের খেলার উপর।



ক্যামব্রিজের ঘরের মাঠ দ্যা আর কস্টিং অ্যাবেয় স্টেডিয়ামে এদিন পুরোপুরি হতাশায় কেটেছে ম্যানইউর শিবির। উল্টো চতুর্থ বিভাগের এ দলটি খেলায় দারুণ কিছু সম্ভাবনা দেখিয়েছে।

অতিতি হিসেবে মাঠে নামা রেড ডেভিলসদের স্কোয়াডে ছিলেন ডি মারিয়া, ফ্যালকাও, ফন পার্সি, শাও, রোহো ও ডি গিয়ার মত তারকারা। তবে মাঠে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক ওয়েন রুনি।

তবে এত তারকা পরও দুর্বল দলের বিপক্ষে নিজেদের ফুটবল প্রদর্শন দেখাতে ব্যর্থ হওয়ায় হতাশ ম্যানইউ সমর্থকরাও। বরঞ্চ স্বাগতিক ফুটবলার জস কোলসনের সামনে দলকে এগিয়ে নেয়ার সবচেয়ে বড় সুযোগ এসেছিল। মাত্র তিন গজ দুর থেকে হেড করলে তা জালের উপর দিয়ে চলে যায়।

তবে গোল করতে না পারলেও ম্যাচ শেষে আনন্দ-উৎসব করেছে ক্যামব্রিজ কারণ ইংলিশ জায়ান্টদের তারা অন্তত কোন গোল করতে দেয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।