ঢাকা: অবশেষে বাংলাদেশের মাটিতে পাঁ রাখলেন জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। আর আজ বিকেল ৩ টায় জাতীয় দলের ফুটবলারদের বঙ্গবন্ধু গোল্ডকোপকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন করাবেন এ ডাচ ম্যান।
এর আগে আজ (শনিবার) ভোর ৪টা ত্রিশ মিনিটে তার্কিশ এয়ারলাইনসে ঢাকায় আসেন ক্রুইফ।
গতকাল বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল তার গুলশান বাস ভবনে বলেছিলেন, ‘ঢাকা আসার পর ট্যাকটিক্যালি কাজ চলবে। ক্রুইফ ঢাকা আসার পরই চুক্তি হবে। যেদিন বাংলাদেশের গোল্ডকাপ শেষ, সেদিনই ক্রুইফের দায়িত্ব শেষ। '
তাকে আরো প্রশ্ন করা হয় তাহলে শেষ পর্যন্ত ক্রুইফকেই আনছেন? 'হাঁ, বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে অন্য বিদেশী কোচ আনলে খেলোয়াড়দের বুঝতেই সময় চলে যাবে। তাই ক্রুইফকে ফেরানো হল। '
'তবে এশিয়ান গেমস ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য অন্য কোচিং ষ্টাফ আনা হবে। এখন পর্যন্ত অনেকের সাথেই কথা চলছে তবে এখনও কিছুই চুড়ান্ত হয়নি। মার্চ-এপ্রিল নাগাদ কোচিং ষ্টাফ নিয়ে আসার চেষ্টা চলছে। এশিয়ান কোন কোচকে আনার পরিকল্পনাও আছে। '
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫