ঢাকা: ব্রাজিল অধিনায়ক নেইমার চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন। আর দ্বিতীয় মৌসুমে খেলেই তিনি জানিয়েছেন, কাতালানদের হয়ে খেলেই অবসর নিতে চান।
২২ বছর বয়সী নেইমার ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সায় যোগ দেন। সব ধরণের খেলা মিলিয়ে এ ব্রাজিল তারকা কাতালানদের হয়ে খেলেছেন ৬৫ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩৪টি। আর মূল একাদশের হয়ে তিনি ৪৩ ম্যাচে ২৩ গোল করেন।
কোথায় গিয়ে অবসর নিতে ইচ্ছুক নেইমার, এমন প্রশ্নে তিনি বলেন, ব্রাজিলের হয়েই আমি আমার বুট জোড়া তুলে রাখবো। তবে, তার আগে ক্লাব পর্যায়ে অন্য কোনো ক্লাবে নিজেকে দেখতে চাই না।
নেইমার আরও যোগ করেন, আমি বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে যেমন যেতে চাই না, তেমনি সিদ্ধান্ত নিয়েছি এ ক্লাবের হয়েই অবসর নিতে চাই। বার্সায় আমি বেশ ভালোই আছি। এখানে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। এ ক্লাবের হয়ে আমি আরো অনেক শিরোপা জিততে চাই।
চলতি মৌসুমে ইতোমধ্যেই নেইমার বার্সার হয়ে ২৪ ম্যাচে ১৯ গোলের দেখা পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৫