ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোর লাল কার্ডের ম্যাচে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রোনালদোর লাল কার্ডের ম্যাচে রিয়ালের জয়

ঢাকা: স্প্যানিস লা লিগার ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কর্দোভাকে ২-১ গোলে হারানো রিয়াল এ ম্যাচে শুরুতে আর শেষে বেশ বড় ধাক্কা খায়।

শুরুতে গোলের ব্যবধানে পিছিয়ে থাকা কার্লো আনচেলত্তির শিষ্যরা শেষ সময়ে দশ জনের দলে পরিণত হয়। ম্যাচে রিয়ালের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
 
ম্যাচের শুরুতে পেনাল্টি লাভ করে স্বাগতিক হিসেবে খেলতে নামা কর্দোভা। অতিথি দলের সার্জিও রামোস নিজেদের ডি বক্সে ফাউল করলে পেনাল্টির সুযোগ পায় কর্দোভা। আর ম্যাচের তিন মিনিটের মাথায় নাবিল ঘিলাস সে সুযোগকে কাজে লাগিয়ে দলকে লিড পাইয়ে দেন।
 
ম্যাচের ২৭তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। দলকে সমতায় ফেরাতে গোল করেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। আর ফরাসি তারকাকে গোল করতে সাহায্য করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ফলে, ১-১ এ সমতা আনে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল।
 
প্রথমার্ধে আর কোনো গোল না পেলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে মুখে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ফিফা ব্যালন ডি অর জয়ী রোনালদো। ফলে, দশজনের দলে পরিণত হয় রিয়াল।
 
এর ৫ মিনিট পরেই দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরাও। কর্দোভার ফেদেরিকো নিকোলাস নিজেদের ডি বক্সে ফাউল করায় আর আগে একবার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বের হয়ে যান। আর পেনাল্টির সুযোগ পায় রিয়াল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে লিড পাইয়ে দেন গ্যারেথ বেল।
 
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রিয়াল।
 
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।