ঢাকা: এফএ কাপে অঘটনের শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট দল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় সারির দল মিডলসবার্গের বিপক্ষে ২-০ গোলের লজ্জার হার বরণ করেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির ছাত্ররা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পেল্লেগ্রিনি শুরুর একাদশে মাঠে নামান জাবালেতা, কোম্পানী, ফার্নান্দো, মিলনার, নাভাস, সিলভা, আগুয়েরোদের। এতো তারকার দলটি জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়। ফলে, চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হল ম্যানসিটিকে।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির আগে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ম্যানসিটি। ফলে, গোলশুন্য সমতা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পরে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় মিডলসবার্গ। অতিথিদের হয়ে লিড নেওয়া গোলটি করেন প্যাট্রিক ব্যামফোর্ড। আর দলের দ্বিতীয় ও শেষ গোলটি করেন কিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোলদাতা প্যাট্রিকের অ্যাসিস্টে গোলটি করেন কিকে।
ম্যানসিটি এ ম্যাচে গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮৯ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি প্রচেষ্টা নষ্ট হয়। ২৫ মিনিটের মাথায় আগুয়েরোর একটি শট সাইড বারে লাগে।
এফএ কাপের গত ১৫ ম্যাচে ম্যানসিটি অপেক্ষাকৃত কোনো দুর্বল দলের (নিচের সারির) বিপক্ষে হারেনি। অপরদিকে এ ম্যাচের আগে মিডলসবার্গ তাদের শেষ ১১ ম্যাচে কোনো ইংলিশ প্রিমিয়ারের দলের বিপক্ষে জয় পায়নি। তবে, সব পরিসংখ্যান মুছে দিলেন প্যাট্রিক ব্যামফোর্ড আর কিকে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫