ঢাকা: স্প্যানিস লা লিগার ম্যাচে কর্দোভার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৮৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের ডিফেন্ডার এডিমারকে ঘুষি মেরে ফেলে দেয়ার কারণে রোনালদোকে তিন ম্যাচের বহিষ্কারাদেশ দেয়া হতে পারে।
তবে, এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এ রিয়াল তারকাকে যেন তিন ম্যাচের বহিষ্কারাদেশ দেয়া না হয়, সেজন্য এডিমার নিজেই স্প্যানিস ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানিয়েছেন।
এ প্রসঙ্গে এডিমার বলেন, আমি রোনালদোকে ক্ষমা করে দিয়েছে। তার প্রতি আমার কোনো রাগ নেই। রোনালদো কোনো হিংসাত্মক আচরণের বশবর্তী হয়ে এটা করেননি। তিনি আমার পায়ে ও মুখে ঘুষি মেরেছেন। এর থেকে বেশি কিছু নয়।
এডিমার আরও যোগ করেন, ফুটবল মাঠে কত ঘটনাই ঘটে থাকে। আমি মনে করি, রোনালদো আর আমার ব্যাপারটি ফুটবলেরই একটি অংশ। আমি চাই তাকে মাঠে যে শাস্তি দেয়া হয়েছে, তাই যথেষ্ট। আমি তাকে আঘাত করতে চাইনি। আশা করি রোনালদো আগের মতোই বিশ্বসেরা ফুটবলার হিসেবে রয়েছেন।
এদিকে, রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছেন, আজকের ম্যাচে আমার এই চিন্তাহীন কাজের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে এডিমারের কাছে।
লাল কার্ড পাওয়ার সে ভিডিওটি:
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫