ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

বিএসজেএ অ্যাওয়ার্ডস নাইট সোমবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, জানুয়ারি ২৫, ২০১৫
বিএসজেএ অ্যাওয়ার্ডস নাইট সোমবার ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ। বিশ্ববাসীর খেলা ও মাঠের খবর দেয়ার পাশাপাশি তারা অনুভব করেছেন সফল ক্রিড়া ব্যক্তিত্বদের স্বীকৃতি দেয়ার।

সংগঠনটি ১৯৭৯ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিড়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করে।

এরপর আটবার তারা সফলভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে। ২৬ জানুয়ারি নবম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএসজেএ অ্যাওয়ার্ডস নাইট।

মোট ৬৫ জন ক্রিড়া ব্যক্তিত্বকে তারা পুরস্কৃত করবেন। অনুষ্ঠানে দেশবরেন্য একজন ক্রিড়াবিদকে আজীবন সম্মাননা প্রদান করা হবে এবং একজন অনুপ্রেরণাদাত্রী 'মা'য়ের প্রতি সবিনয় শ্রদ্ধা নিবেদন করা হবে।   

সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং পুল কমপ্লেক্সে অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।