ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দল হারায় লজ্জিত মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
দল হারায় লজ্জিত মরিনহো হোসে মরিনহো / ছবি : সংগৃহীত

ঢাকা: এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে পুঁচকে ব্রাডফোর্ডের কাছে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে চেলসি। নিজেদের মাঠে এ ধরণের পরাজয়কে লজ্জাজনক বলে আখ্যায়িত করলেন চেলসি কোচ হোসে মরিনহো।



বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘ফুটবলের আসল সৌন্দর্যটা কি? আমি মনে করি খুবই ভালো দল যখন দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে যায় তখনই ফুটবলের সৌন্দর্য ফুটে উঠে। এফএ কাপ প্রতিযোগিতায় এমনটি প্রায়ই হয়ে থাকে। তবে, অন্য কোনো খেলায় এরুপ ফলাফল হওয়াটা খুবই কঠিন। ’

চেলসির কোচ আরো বলেন, ‘দল হিসেবে ব্রাডফোর্ড খুবই ভালো খেলেছে। নিজেদের মাঠে ফেভারিট হয়েও আমরা খারাপ খেলেছি। তাই জয়টি তাদেরই প্রাপ্য ছিল। তবে, নিচের সারির দলের সঙ্গে হেরে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ’

এ পর্তুগিজ কোচ জানান, কোচ হিসেবে তো লজ্জিত বটেই, সেইসঙ্গে দলের ফুটবলাররাও লজ্জিত। এ ধরণের ফলাফলে হতাশার চেয়ে বিব্রত শব্দটাই বেশি যথার্থ। তবে, এ পরাজয় প্রিমিয়ার লিগে কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।