ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

স্বাগতিকরা সিলেট পৌঁছাবে সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, জানুয়ারি ২৬, ২০১৫
স্বাগতিকরা সিলেট পৌঁছাবে সোমবার

সিলেট: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল সোমবার (২৬ জানুয়ারি) সিলেট আসছে।

দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।



স্বাগতিকদের প্রতিপক্ষ মালয়েশিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট এসে পৌঁছাবে। দু’দলের সঙ্গে আসছেন কোচ, ম্যানেজারসহ অফিসিয়াল স্টাফরাও।

বিমানবন্দর থেকে এমিলি-মামুনুলদের দলসহ খেলায় অংশ নেওয়া দলগুলো হোটেল রোজভিউতে অবস্থান করবে। সংশ্লিষ্টরা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৯ জানুয়ারি বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিবা-রাত্রি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়া জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।