ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুই মিলানের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
দুই মিলানের হার ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি আ’ তে ইন্টার মিলান ও এসি মিলান দু’দলই হারের স্বাদ পেয়েছে। ইন্টারকে ১-০ গোলে তুরিনো এবং মিলানকে ৩-১ গোলে হারিয়েছে ল্যাজিও।



ঘরের মাঠ সান সিরোতে পুরো ম্যাচে দাপট দেখিয়েও শেষ মুহূর্তের গোলে হেরে বসে ইন্টার। ম্যাক্সি লোপেজের অ্যাসিস্ট থেকে তুরিনোর হয়ে জয়সূচক গোলটি করেন এমিলিয়ানো মোরেত্তি। এর আগে বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি পোডলস্কি-প্যালাসিওরা। তাই শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রবার্তো মানচিনির শিষ্যরা।

অপর ম্যাচে ল্যাজিওর বিপক্ষে বড় ধরণের পরাজয় বরণ করতে হয় এসি মিলানকে। অবশ্য, ল্যাজিওর মাঠে খেলা শুরুর চার মিনিটের মাথায় জেরেমি মেনেজের গোলে লিড নেয় মিলান। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফিলিপ্পো ইনজাগির শিষ্যরা।

কিন্তু, দ্বিতীয়ার্ধেই দৃশ্যপট বদলে যায়। ৪৭, ৫১ ও ৮১ মিনিটের মাথায় তিন গোল খেয়ে হতভম্ব হয়ে যায় মিলান। ল্যাজিওর হয়ে জোড়া গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো পারোলো। অপর গোলটি করেন জার্মানির তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।