ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক শুটিং গ্র্যাঁ প্রি। এ টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল করেছেন বাংলাদেশের দুই শুটার আবদুল্লাহ হেল বাকী এবং শোভন চৌধুরী।
বাকী হয়েছেন পঞ্চম (স্কোর ৫৯৪) এবং শোভন হয়েছেন ত্রয়োদশ (স্কোর ৫৯০)। সোমবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা বাংলাদেশের এ দুই শুটার অংশ নেন ১০ মিটার এয়ার রাইফেলে।
একসময় শুধু ইউরোপেই আয়োজিত হতো গ্রাঁ প্রি। এখন এশিয়াতেও আয়োজিত হচ্ছে এ প্রতিযোগিতা। বাকী বাংলাদেশের শুটিংয়ে পরিচিত এক নাম। গত কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জেতেন তিনি।
শোভন বাংলাদেশের শুটিংয়ে সম্ভাবনাময় একজন শুটার। গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকীকে হারিয়েই প্রথম হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫