ঢাকা: সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্টোক সিটির ঘরের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে সিটিজেনরা। তবে খেলার ১৯ মিনিটে স্বাগতিক ফুটবলার এনজোঙ্কি গোল করলেও রেফারি তা অফসাইডের কারণে বাতিল করে দেয়। তবে ৩৩ মিনিটে সিটির হয়ে প্রথম লিড এনে দেন আগুয়েরো। মিলনারের কর্নার শট থেকে গোলটি করেন এ আর্জেন্টাইন।
কিন্তু ঘরের মাঠে খেলা তাই সমতা আনতে বেশি সময় নেয়নি স্টোক সিটি। খেলার ৩৮ মিনিটে মার্কো আরনাওতোভিচের সহায়তায় দলের সমতা আনেন পিটার ক্রাচ। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আর খেলার ৫৫ মিনিটে নাসরির পাস থেকে দলের লিড ২-১ এ নিয়ে যান প্রথম গোলের সহায়তা করা মিলনার।
এদিকে খেলার ৬৯ মিনিটে স্টোকের বক্সের ভিতর ডেভিড সিলভাকে বিপক্ষ দলের ফুটবলার ক্যামেরুন অন্যায়ভাবে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। আর পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো।
আর খেলার ৭৬ মিনিটে এডিন জেকোর পাস থেকে স্টোকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফ্রেঞ্চম্যান নাসরি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫