ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে জার্মানি, এগিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শীর্ষে জার্মানি, এগিয়েছে লাল-সবুজের বাংলাদেশ সংগৃহীত

ঢাকা: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জোয়াকিম লো’র দলটি সর্বোচ্চ ১৭২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

আর লাল-সবুজের বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফর্ম করায় আট ধাপ এগিয়েছে।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি শীর্ষ ৭টি দেশের। জার্মানির পরেই রয়েছে বিশ্বকাপের রানার্সআপ দল লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের অর্জিত রেটিং পয়েন্ট ১৫৩৪। আর রিয়াল মাদ্রিদ তারকা জেমস রদ্রিগেজ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের রাদামেল ফ্যালকাওয়ের কলম্বিয়া রয়েছে এ তালিকায় তিন নম্বরে (১৪৫৬ রেটিং পয়েন্ট)।

১৪৩০ রেটিং পয়েন্ট নিয়ে বেলজিয়াম রয়েছে তালিকার চারে। ১৩৮৫ রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। ডাচ তারকা আরিয়েন রোবেনদের পরেই রয়েছে গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। নেইমারের ব্রাজিল ১৩৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে অবস্থান করছে।

এদিকে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার আর এবারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পর্তুগিজদের রেটিং পয়েন্ট ১১৮৯।

এদিকে, গত বারের প্রকাশিত ৠাংকিংয়ে দশ নম্বরে থাকা লুইস সুয়ারেজের উরুগুয়ে একধাপ এগিয়ে অবস্থান করছে নয় নম্বরে। আর একধাপ পিছিয়ে ১১৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বর জায়গাটি দখল করেছে করিম বেনজেমার ফ্রান্স। দশ নম্বর জায়গাটি একধাপ নিচে নেমে যাওয়া স্পেনের দখলে।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালিস্ট বাংলাদেশ তাদের ৠাংকিংয়ে বেশ উন্নতি করেছে। আট ধাপ এগিয়ে মামুনুল ইসলামের দলটি অবস্থান করছে ১৫৭তম স্থানে। লাল-সবুজের জার্সিধারীরা অর্জন করেছে ১২৯ রেটিং পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।