ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আইটিএফ অনূর্ধ্ব-১৪ দলে ইশতিয়াক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
আইটিএফ অনূর্ধ্ব-১৪ দলে ইশতিয়াক মোহাম্মদ ইশতিয়াক

ঢাকা: লন টেনিস এসোসিয়েশন অব থাইল্যান্ড এর ব্যবস্থাপনায় আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ বছর ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ডিভিশন-১’।

প্রতিযোগিতাটি ব্যাংককে অনুষ্ঠিত হবে।

আইটিএফ এশিয়ান ডিভিশন-২ প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে আইটিএফ কর্তৃক একটি দল গঠন করা হয়। বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক ডিভিশন-১ প্রতিযোগিতায় আইটিএফ দলের হয়ে খেলবেন।

আইটিএফের দলে অন্তর্ভূক্ত হওয়া জুনিয়র খেলোয়াড়দের জন্য একটি সম্মানজনক বিষয়। উক্ত খেলোয়াড়ের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের এয়ারফেয়ার ও প্রতিযোগিতায় অংশগ্রহনকালীন থাকা খাওয়ার খরচ আইটিএফ এর গ্রান্ড স্ল্যাম ডেভলপমেন্ট ফান্ডের মাধ্যমে বহন করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশের হেনরী পৃথুল মন্ডল এবং মো: দেলোয়ার হোসেন আইটিএফ দলের হয়ে খেলার গৌরব অর্জন করেছিল। প্রতিযোগীতাটি ২৭ মার্চ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।