ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফরাশগঞ্জের বিদায়, দুই আবাহনী শেষ আটে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ফরাশগঞ্জের বিদায়, দুই আবাহনী শেষ আটে ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান রেফডারেশন কাপের 'সি' গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী বনাম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে ঐতিহ্যবাহী আবাহনীর কাছে পরাজিত হয়।

ফলে এ ম্যাচটি তাদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ন। কিন্তু ম্যাচে ইনজুরি টাইমে আবাহনীর ফরোয়ার্ড খালেদের গোলে জয় পায় দলটি।    

সেই সাথে টানা দু’ম্যাচে পরাজিত হওয়ার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পুরান ঢাকার দল ফরাশগঞ্জ। আর জয়ের ফলে 'সি' গ্রুপ থেকে শেষ আটে খেলা নিশ্চিত হয়ে যায় ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর।

ম্যাচের ৪ মিনিটে প্রথম আক্রমণে যায় চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দলটি। কিন্তু শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধ খেলা শেষে গোলশূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধ জুড়ে সেই প্রাণহীন খেলার ধারা বজায় রাখে দু'দলই। তবে ভাগ্যদেবী সহায় ছিল আবাহনীর। ফলে ইনজুরি টাইমে চট্টগ্রাম আবাহনীর খালেদ আহমেদের গোলে জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।