ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রীড়া সংগঠক কাজমীর মৃত্যু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ক্রীড়া সংগঠক কাজমীর মৃত্যু আব্দুর রকিব কাজমী

ঢাকা: বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ফেনী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ খো খো ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি, বাফুফে মাঠ কমিটির অন্যতম সদস্য ও সকার ক্লাব ফেনীর সাবেক সভাপতি আব্দুর রকিব কাজমী (৫৭) বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)।

তিনি দীর্ঘদিন কিডনীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 
কাজমী এর মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ খো খো ফেডারেশন এবং সম্মিলিত ক্রীড়া পরিবার।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।