ঢাকা: ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে শেখ রাসেল।
ম্যাচের শুরু থেকেই প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলতে থাকে 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। আবাহনীর শিবিরে একরে পর এক আক্রমণ শানাতে থাকে দলটি। ম্যাচের শুরুতেই প্রথম আক্রমণটিও করে রাসেল। ১৬ মিনিটে আবাহনীর গোলরক্ষক সেলিমকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় আবু ইউসুফ সিফাত।
২৫ মিনিটে এমিলির ক্রসকে কাজে লাগাতে ব্যর্থ হয় রাসেলের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি। কিংসলের শট সাইড বারে লেগে ফিরে আসে।
২৯ মিনিটে এমিলির চোরা পাস থেকে বল পেয়ে যায় আবু ইউসুফ সিফাত। কিন্তু তার শট বারের উপর দিয়ে চলে যায়। আরেকবার ব্যর্থ হয় অল ব্লুজরা।
৪১ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় রাসেল। ডি বক্সের ডান প্রান্ত থেকে জাহিদ হাসান এমিলির ক্রস থেকে গোল করেন কিংসলে চিগোজি (১-০)। ফলে লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫