ঢাকা: আগের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে রিবেরি-রোবেনরা। তারই ধারাবাহিকতা ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে তিন মিনিটেই লিড নেয় বায়ার্ন। আরিয়েন রোবেনের কর্ণার কিক থেকে হেডে গোলটি করেন বাস্তিয়ান শোয়েইনস্টেইগার। সাত মিনিট পর শোয়েইনির অ্যাসিস্ট থেকে লিড দ্বিগুন করেন ফ্রাঙ্ক রিবেরি। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থোনি উযাহর গোলে ম্যাচে ফেরে কোলন।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রিবেরির বাড়ানো বলে দলের হয়ে তৃতীয় গোল করেন নেদারল্যান্ডস তারকা রোবেন। ৭৫ মিনিটে রোবেনের অ্যাসিস্ট থেকে বায়ার্নের এক হালি গোল নিশ্চিত করেন রবার্ট লেভানডফস্কি। নির্ধারিত সময় শেষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলেও বায়ার্নের একক আধিপত্য অব্যাহত রয়েছে। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি যেন নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের পরে যাদেরকে জার্মান পরাশক্তি ভাবা হয় সেই বুরুশিয়া ডর্টমুন্ডের অবস্থা খুবই শোচনীয়। ২২ ম্যাচে মাত্র ২৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১২ নম্বরে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫