ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিদায় বিজেএমসি, জামালের গোল বন্যা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বিদায় বিজেএমসি, জামালের গোল বন্যা ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ফেডারেশন কাপ থেকে ছিটকে গেছে টিম বিজেএমসি। শুক্রবার 'এ' গ্রুপের ম্যাচে বিজেএমসি মুখোমুখি হয় শক্তিশালী শেখ জামালের।

ম্যাচে শেখ জামালের কাছে ৭-০ গোলে পরাজিত হয় বিজেএমসি। টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে ফেডারেশন কাপ থেকে বাদ পড়ে গিয়েছে বিজেএমসি।

এ জয়ের ফলে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠে গেছে শেখ জামাল। আর রানার্সআপ হয়ে শেষ আটে ঠাঁই পেল ফেনী সকার।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে লড়াইটা হয়েছে অনেকটাই অসম। দেশ সেরা ফরোয়ার্ড আর বিদেশী খেলোয়াড় সজ্জিত বাংলাদেশের 'জায়ান্ট' দল শেখ জামালের সামনে ঠিক যেন দাঁড়াতেই ব্যর্থ হয় বিজেএমসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ পুরোটাই দখলে ছিল জামালের। তবে এ ম্যাচে জামালের নিয়মিত দলের ৪ খেলোয়াড় অংশ নেয়নি। তারা হলেন নাসির উদ্দিন চৌধুলী, মামুনুল ইসলাম, জামাল ভূইয়া ও এমেকা ডার্লিংটন।  

৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ডান প্রান্ত থেকে হাইতিয়ারন ফরোয়ার্ড লিওনেলের শট অল্পের জন্য গোল হয়নি। ১১ মিনিটে জামালের আরেক হাইতিয়ান ওয়েডসন এ্যানসেলমের শট কোন মতে আটকে দিয়ে দলকে এ যাত্রায় রক্ষা করেন বিজেএমসির গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি, ২৩ মিনিটে এগিয়ে যায় হলুদ জার্সীধারীরা। ডানপ্রান্ত থেকে লিওনেলের ক্রসে ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ওয়েডসন (১-০)।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে লিওনেল পাস দেন সোহেল রানাকে। আর সেই বলটিকে আলতো টোকায় বিজেএমসির জালে পাঠিয়ে দেন (২-০)। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল।

বিরতিন পর আবারো বিজেএমসির উপর হামলে পড়ে জামাল। দ্বিতীয়ার্ধে আরো চারবার বিজেএমসির জাল কাপিয়ে দেয় শেখ জামালের খেলোয়াড়গণ। ৪৬ মিনিটে ওয়েডসনের ফ্রি কিকে স্কয়ার শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কেস্ট কুমার বোস (৩-০)। ৫১ মিনিটে মোনায়েম খান রাজুর পাস থেকে বল পেয়ে দু’জনকে কাটিয়ে বিজেএমসির জালে বল পাঠান ওয়েডসনের এ্যানসেলমে (৪-০)।

৫৮ মিনিটে দলের পঞ্চম গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন হাইতিয়ান ওয়েডসনের এ্যানসেলমে (৫-০)।

৭১ মিনিটে বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকে বাঁ পোস্টের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল (৬-০)। আর সর্বশেষ ইনজুরি সময়ে শেখ জামালের বদলী মিডফিল্ডার রুবেল মিয়ার গোলে ৭-০ গোলের বিশাল জয়ের মাইলফলক স্পর্শ করে মারুফুল হকের শিষ্যরা।

উল্লেখ্য, ৭-০ গোলের জয় চলমান ফেডারেশন কাপের সবচেয়ে বড় ব্যবধানের বিজয়। এর আগে বড় জয় ছিল গতকাল বৃহস্পতিবার, ম্যাচে বারিধারার বিপক্ষে ৫-০ গোলে জয় ছিল শেখ রাসেলের।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।