ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। জিয়া ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।



সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ৩জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে ঢাকা মোহামেডানের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানার-আপ, তিতাস ক্লাবের দেবরাজ চ্যাটার্জ তৃতীয় এবং লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্থ স্থান লাভ করেন। সাত পয়েন্ট করে নিয়ে নেপালের লামা হিমাল পঞ্চম ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের সাইফুল ইসলাম চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে চতুর্দশ স্থান পেয়েছেন যথাক্রমেঃ ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, নেপালের জয়সুয়াল রূপেস, ভারতের তমাল চক্রবর্তী, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গোল্ডেন চেসের আব্দুল্লাহ আল-সাইফ, তিতাস ক্লাবের শফিক আহমেদ, প্রিতম-প্রিজম চেসের মোঃ জামাল উদ্দিন এবং সুলতানা কামাল পাঠাগারের দেলোয়ার হোসেন।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে নবম ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায়ঃ জিয়া দেবরাজের সাথে, শাকিল সাইফের সাথে ও শফিক রূপেসের সাথে ড্র করেন। ইমন ফাহাদকে, পরাগ জামালকে, সাইফুল জাবের আল হামিদকে, হিমাল বিবেককে, তমাল এজাজকে, দেলোয়ার দেওয়ান শহিদুল আমিনকে পরাজিত করেন।

বাংলাদেশে, নেপাল ও ভারতের ১৪০জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন এদের মধ্যে একজন গ্র্যান্ড মাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার, ৬জন ফিদে মাস্টার ও একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। বিজয়ীদের নগদ এক লক্ষ সত্তর হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।

আগামী ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩ টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের খেলার কক্ষে এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।    

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।