ঢাকা: স্ট্যামফোর্ড ব্রিজে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হেরেছে সোয়ানসি সিটির বিপক্ষে।
নিজেদের মাঠে প্রথমার্ধের ১৪ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এডেন হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেন সার্বিয়ান ডিফেন্ডার ব্রেইনসলাভ ইভানোভিচ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।
নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে চেলসি সমর্থকদের হতাশায় ডুবিয়ে বার্নলিকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার বেন মিই। এর আগে ৭০ মিনিটের মাথায় নিমাঞ্জা মাটিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ব্লুজরা। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। পয়েন্ট খোয়ালেও ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে হোসে মরিনহোর চেলসি।
অপর ম্যাচে সোয়ানসির মাঠে গিয়ে ২-১ গোলের হারের লজ্জা নিয়ে বাড়ি ফিরে ম্যানইউ। অবশ্য, প্রথমে রেড ডেভিলসরাই লিড নেয়। ২৮ মিনিটে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল দি মারিয়ার অ্যাসিস্টে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের হেরেরা। কিন্তু, দুই মিনিট পরেই স্বাগতিকদের সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার ‘কি সাং ইয়ং’।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে জনজো শেলভির অ্যাসিস্টে সোয়ানসিকে লিড এনে দেন ফেঞ্চ স্ট্রাইকার বাফটিস্বি গোমিস। এরপর আর জালের ঠিকানা খুঁজে পায়নি রুনি- ফন পার্সিরা। তাই হতাশাজনক হার নিয়েই মাঠ ছাড়ে বিশ বারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫