ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পেল না নিউক্যাসল ইউনাইটেড। প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোতে গোল উৎসবের শুরু। শেষটা করেন সিলভা (৫৩ মিনিটে)। এর মাঝে ১২ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার নাসরি, ২১ মিনিটে জেকো ও ৫১ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের প্রথম গোলটি করেন মিডফিল্ডার সিলভা।
দু’টি গোল করার পাশাপাশি জেকোর দেওয়া গোলটির নেপথ্যে ছিলেন সিলভা। ম্যানসিটির পাঁচ গোলের মধ্যে প্রথমটি অবশ্য পেনাল্টি থেকে আসে। ১৭ গোল করে চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন আগুয়েরো।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানটি আরো সুদৃঢ় করলো ম্যানসিটি। ২৬ ম্যাচ শেষে ১৬ জয়, সাত ড্র ও তিন পরাজয়ে সিটিজেনদের পয়েন্ট সংখ্যা ৫৫। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে ম্যানইউ, ৪৮ পয়েন্টে তিনে আর্সেনাল ও ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫