ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার পিছু ছাড়ছে না অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
বার্সার পিছু ছাড়ছে না অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ফেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। অপর ম্যাচে মালাগার বিপক্ষে ১-০ গোলে বার্সা হেরে যাওয়ায় তাদের সঙ্গে অ্যাতলেতিকোর পয়েন্ট ব্যবধানটা এখন আরো কমতির দিকে।



ঘরের মাঠ স্তেদিও ভিসেন্তে কালদেরনে শুরু থেকেই আলমেরিয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখেন গ্রিজম্যান-মান্দজুকিচরা। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় অ্যাতলেতিকো। স্পট কিক থেকে লিড এনে দেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মান্দজুকিচ।

গোলদাতা মান্দজুকিচের বাড়ানো বলেই ২০ মিনিটের সময় লিড দ্বিগুন করেন গ্রিজম্যান। এর ৯ মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। এবারো নেপথ্যে কারিগর ছিলেন মান্দজুকিচ। ৩-০ গোলের ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা বার্সার জন্য হুমকি হয়ে দাঁড়াল দিয়োগো সিমিওনির অ্যাতলেতিকো। ২৪ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নেওয়া বার্সার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে সবার উপরেই রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।