ঢাকা: অলিম্পিক লিওনেইসকে পেছনে ফেলে আবারো ফ্রেঞ্চ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তরুণ ফ্রেঞ্চ মিডফিল্ডার অাদ্রিয়েন র্যাবিওটের জোড়া গোলের সুবাদে তোলাউসের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় কাভানি-ইব্রাহিমোভিচরা।
প্রথমার্ধের ২৭ মিনিটে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের অ্যাসিস্টে স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন র্যাবিওট। এক গোলে এগিয়ে থেকেই বিরতি যায় লঁরা ব্ল্যাঁর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন মিডফিল্ডার জাবিয়ের পাস্তোরের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন মিডফিল্ডার র্যাবিওট।
তোলাউসের হয়ে ৫১ মিনিটের সময় সান্ত্বনাসূচক গোলটি করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার উইসাম বেন ইয়াদার। ৭৪ মিনিটে হেড থেকে পিএসজির হয়ে তৃতীয় গোল নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। নির্ধারিত সময় শেষে লিগ টেবিলের শীর্ষে উঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও তা কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। এক ম্যাচ কম খেলা অলিম্পিক লিওনেইস অথবা অলিম্পিক মার্শেই পরের ম্যাচে জয় পেলে পিএসজিকে আবারো শীর্ষস্থান খোয়াতে হবে। এই তিন দলের পয়েন্ট যথাক্রমে ৫২, ৫১ ও ৪৯।
বাংলাদেশ সময়: ১১০১ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫